মেক্সিকোর মিচোআকানে গাড়ি বোমা হামলা, নিহত ৫
dailybangla
08th Dec 2025 1:41 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোআকান রাজ্যে একটি পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রাজ্য কর্তৃপক্ষ রোববার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার দুপুরের কিছু আগে উপকূলীয় শহর কোয়াহুয়ায়ানার পুলিশ স্টেশনের ঠিক সামনে ওই গাড়িটি বিস্ফোরিত হয়।
প্রথমে তিনজন নিহতের খবর পাওয়া গেলেও পরে সংখ্যা বেড়ে পাঁচ হয়। নিহতদের মধ্যে তিনজনই স্থানীয় পুলিশ সদস্য। ঘটনার তদন্তভার নিয়েছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। সূত্র: মেহের
বিআলো/শিলি



