মেঘনায় চলছে বিএনপির আনন্দ উৎসব
এস এম শাহজালাল সাইফুল: কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করায় মেঘনা উপজেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাসব্যাপী আনন্দ উৎসবের আয়োজন করেন।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের গেজেট প্রকাশ উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য আনন্দ উৎসব, অতিথিদের জন্য দুপুরের ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনী।
যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলেমান হোসাইন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক দিলারা শিরিন, মানিকারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবু ইউসুব নয়ন, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন এড. হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মহিলা নেত্রী হালিম আক্তার শিমু, কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালেবসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী।
বিআলো/তুরাগ