মেট্রোতে যাত্রা না করলেও ভাড়া ১০০ টাকা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মেট্রোরেলে নতুন নিয়ম অনুযায়ী, স্টেশনে ঢুকে ট্রেনে না চড়লেও ১০০ টাকা ভাড়া কেটে নেওয়া হবে। আগের পাঁচ মিনিটের ফ্রি এক্সিট সুবিধা বাতিল করা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার থেকে এই নিয়ম কার্যকর করেছে। স্টেশনের ভিতরে কার্ড স্ক্যান করে প্রবেশের পর কেউ ট্রেনে না চড়লেও ১০০ টাকা কেটে নেওয়া হবে। স্টেশনে নোটিশ টাঙানো হয়েছে।
মতিঝিল স্টেশনের এক কর্মকর্তা জানান, “এখন থেকে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট করা যাবে না।”
কিছু যাত্রী নতুন নিয়মকে অযৌক্তিক মনে করছেন। তারা বলছেন, হঠাৎ অসুস্থ বা জরুরি প্রয়োজনে স্টেশন ছাড়লেও ১০০ টাকা নেওয়া অন্যায়।
একজন যাত্রী লিসান বলেন, তিনি মাত্র কয়েক মিনিটের জন্য স্টেশনে প্রবেশ করেছিলেন, তবু তার কার্ড থেকে ১০০ টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি এই নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন।
ডিএমটিসিএল জানিয়েছে, মূল উদ্দেশ্য নিরাপত্তা ও ভাড়া ফাঁকি রোধ। তবে যাত্রীদের অসুবিধার বিষয়েও তারা গুরুত্ব দিচ্ছে।
বিআলো/শিলি



