মেট্রোরেল টিকিটে ভ্যাট ছাড় থাকছে আরও এক বছর
dailybangla
24th Dec 2025 10:29 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: যাত্রীদের স্বস্তি দিতে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
মেট্রোরেলের টিকিটে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আগামী বছরের ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এনবিআর জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট আইন অনুযায়ী শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান থাকলেও মেট্রোরেল চালুর শুরু থেকেই এই কর আদায় স্থগিত রয়েছে।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকেও ভ্যাট অব্যাহতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআলো/শিলি



