মেট্রোরেল পিলারের পাশে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ
চন্দনা রানী: ঢাকার দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্পের ১২৫ নম্বর পিলারের পাশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম মাহমুদুল হাসান (২৭)। তিনি ডিআইইউ-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ৫৩তম ব্যাচের (দ্বিতীয় শিফট) মেধাবী শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২০ মে) রাত ১২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় তাঁর মৃত্যু ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই রাতে দিয়াবাড়ির ১২৫ নম্বর মেট্রোরেল পিলারের কাছে তার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষার্থী মাহমুদুলকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহমুদুল হাসানের গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ ইউনিয়নের আইহাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলীর ছেলে।
মাহমুদুলের মৃত্যু নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পেছনে “কোনো দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড”—তা নিশ্চিত হতে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিআলো/তুরাগ