মেডিকেল বোর্ডের অনুমতির অপেক্ষা, লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: সব প্রস্তুতি শেষ; প্রয়োজনীয় চিকিৎসা অনুমতি মিললে আজ মধ্যরাতের পর অথবা ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকদের অনুমতি মিললেই আজ রাত অথবা আগামীকাল ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে থাকা খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ১৪ জন যাত্রা করবেন।
ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, আমিরের বিশেষ বিমানটি প্রস্তুত রাখা হয়েছে এবং চিকিৎসকদের সম্মতি পেলেই এটি ঢাকার উদ্দেশে উড়াল দেবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম সংকটাপন্ন রয়েছে এবং চিকিৎসা চলমান। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুজনিত সমস্যায় ভুগছেন।
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর মুক্তি পাওয়ার পর তিনি ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং ১১৭ দিন পর দেশে ফেরেন।
সর্বশেষ ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।
গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হওয়ায় হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলে এভারকেয়ারের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
বিআলো/শিলি



