‘মেধা নয়, ইচ্ছাই সাফল্যের মূল’: জয়া আহসান
বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, কেবল মেধা নয়- সাফল্যের মূল চাবিকাঠি হলো অদম্য ইচ্ছা ও পরিশ্রম।
সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’- এর এক পর্বে অতিথি হয়ে এসে জয়া বলেন, “মেধা দিয়ে সব হয় না। লক্ষ্যে পৌঁছাতে হলে অদম্য ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হয়।”
জয়া জানান, অভিনয়ের শুরুর দিকে ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতেন না। এখনো তিনি শেখার পথে আছেন বলে মনে করেন।

পুরোনো জিনিসের প্রতি গভীর অনুরাগের কথাও জানান অভিনেত্রী। তার ঘরে রয়েছে প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা ও সেই খাট, যেখানে তার জন্ম হয়েছিল।
সামাজিক মাধ্যমের সমালোচনা প্রসঙ্গে জয়া বলেন, “কমেন্টবক্স খুব একটা পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে তাদের জন্য, যারা বাজে মন্তব্য করে। মানুষ একদিন চলে যাবে, কিন্তু তার কথাগুলো থেকে যাবে- এটাই সবচেয়ে দুঃখের।”
বিআলো/শিলি



