• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মেলবোর্নে  অংশ নিচ্ছে বাংলাদেশের ‘সাবা’ ও ‘২ষ’ 

     dailybangla 
    02nd Aug 2025 6:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)। এবারের আসরটি বিশেষ হয়ে উঠেছে কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্‌যাপনকে কেন্দ্র করে।

    উৎসবে রিস্টোর করা অবস্থায় দেখানো হবে ঋত্বিক ঘটকের দুই কালজয়ী চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’। তাঁর কৃষ্টির প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা ও পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই এই আয়োজন।

    এই উৎসবে এবার বাংলাদেশের দুটি আলোচিত প্রজেক্ট জায়গা করে নিয়েছে-একটি হলো মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’, এবং অন্যটি হলো নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’।

    ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ‘সাবা’ ইতোমধ্যে বিশ্বের ১০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার এটি স্থান পাচ্ছে আইএফএফএম-এর ‘ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে।

    মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্র সাবা-এক শহুরে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবাকে হারিয়ে, অসুস্থ মাকে নিয়ে সংগ্রামী জীবনযাপন করে সে। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের হাল ধরতে গিয়ে হঠাৎ একদিন মায়ের হার্ট অ্যাটাক তার জীবনে আনেন এক কঠিন মোড়। এই আবেগঘন গল্পের সিনেমাটি ১৭ আগস্ট প্রদর্শিত হবে।

    অন্যদিকে, হররপ্রেমীদের জন্য রয়েছে আলাদা চমক। নুহাশ হুমায়ূন নির্মিত চার পর্বের হরর অ্যান্থোলজি সিরিজ ‘২ষ’ স্থান পেয়েছে উৎসবে। সিরিজটির গল্প রচনা করেছেন নুহাশ ও তাঁর মা, লেখক গুলতেকিন খান। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমুসহ অনেকে। সিরিজটির প্রদর্শনী হবে ২০ আগস্ট ও ২৪ আগস্ট, দুটি পৃথক দিনে।

    বাংলাদেশ ছাড়াও এবার মেলবোর্নের এই উৎসবে টালিউড থেকে অংশ নিচ্ছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহার ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের ‘পুরাতন’ এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’।

    ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ এবং দক্ষিণ এশীয় সৃজনশীল কাজের সম্মিলনে এবারের উৎসবটি রূপ নিচ্ছে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মিলনমেলায়।

    বিআলো/এফএইচএস

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031