মেসির চোখে আবারও বিশ্বকাপের স্বপ্ন
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ঘিরে আবার আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নতুন জার্সির বিজ্ঞাপনে মেসির মুখে শোনা গেল—“এটাই চাই আমি।”
বিজ্ঞাপনে মেসির সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পলসহ বেশ কয়েকজন তারকা। তাস খেলার দৃশ্যে “চার উঠতেই” মেসির মুখ থেকে এই সংলাপ, যা অনেকের মতে তাঁর চতুর্থ বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষার প্রতীক।
আর্জেন্টিনার নতুন জার্সিতে আগের মতোই সাদা-আকাশি নীল রঙ বজায় রাখা হয়েছে, বুকে সোনালি প্যাঁচে রয়েছে ২০২২ সালের জয় স্মরণে তিন তারকা। ঘাড়ের পেছনে খোদাই ‘১৮৯৩’- এএফএ’র প্রতিষ্ঠাবর্ষ।
মেসি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচে করেছেন ১১৪ গোল। আসছে ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচেও আছেন ২৪ সদস্যের দলে। ভক্তরা তাই জল্পনা শুরু করেছেন- ২০২৬ বিশ্বকাপ কি মেসির শেষ মঞ্চ!
বিআলো/শিলি



