মেসির জোড়া গোলে দুর্দান্ত জয় ইন্টার মিয়ামির
dailybangla
10th Jul 2025 11:21 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) ফের দেখা মিলল মেসি ম্যাজিকের।এমএলটেন জাদুতে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।
ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে গিলেট স্টেডিয়ামে স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামির হয়ে দুটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই সঙ্গে এ রাতে নতুন এক রেকর্ডও গড়েছেন।
ম্যাচের ২৭ মিনিটে ডিফেন্ডারের দুর্বল ক্লিয়ারেন্স কাজে লাগিয়ে প্রথম গোলটি করেন মেসি। এরপর ৩৮ মিনিটে দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের অসাধারণ এক পাসে বাম পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।
আর এরই সঙ্গে মেজর লিগ সকারের প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে একাধিক গোল করার অনন্য রেকর্ড গড়লেন লিওনেল মেসি।
বিআলো/শিলি