মেহেন্দিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ দুর্ধর্ষ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি, বিদেশি মুদ্রা এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জের একটি টিম যৌথভাবে দড়ির চর খাজুরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা নাইম (২৯) কে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, বিভিন্ন বিদেশি মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তি ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত।
আটক নাইম বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা। তাকে জব্দকৃত আলামতসহ মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানিয়েছেন, নদী তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অস্ত্র ব্যবসা ও মাদক পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল। কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের ফলে অপরাধ কমে আসছে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে।
বিআলো/তুরাগ