মেহেরপুরে টিআরসি নিয়োগের ৩য় দিনের কার্যক্রম অনুষ্ঠিত
সুমন সরদার: ‘সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ৩য় দিনের কার্যক্রম প্রিলিমিনারি স্ক্রিনিং যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল শুক্রবার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম ইভেন্ট দৌড় (১০০০/১৬০০মিটার দৌড়), ২য় ইভেন্ট (ড্রাগিং) ও ৩য় ইভেন্ট (রোপ ক্লাইমিং) ৩য় দিনের কার্যক্রম পরীক্ষা সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারজ্জামান ও কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল্য) প্রণব কুমার সরকার এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত মেহেরপুর জেলার বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।
৩য় দিনের কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মেহেরপুর জেলার পুলিশ সুপার এবং নিয়োগ বোর্ডের সভাপতি মাকসুদা আকতার খানম, পিপিএম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিশেষে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি নিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন ডিউটি এবং নিয়োগ বোর্ডে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মাঠ পর্যায়ের ৩য় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
বিআলো/শিলি