মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যমানের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৭৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জব্দকৃত বিয়ার ক্যানের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার রোধ ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চলমান থাকবে।
বিআলো/এফএইচএস