মোংলায় যুক্তরাষ্ট্রের গম নিয়ে এলো বড় জাহাজ ‘উইকো টাটি’
নিজস্ব প্রতিবেদক: আমেরিকা থেকে সরকারি পর্যায়ে আমদানি করা গমের সরাসরি প্রথম চালান নিয়ে জাহাজ ‘এমভি উইকো টাটি’ মোংলা বন্দরে পৌঁছেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ফেয়ারওয়েতে নোঙর করার পর গমের নমুনা পরীক্ষা শেষে রোববার (১৬ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে খালাস কার্যক্রম শুরু হয়।
মোংলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, জাহাজটি মোট ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসে। নমুনা পরীক্ষায় গুণগতমান নিশ্চিত হওয়ায় খালাসের অনুমতি দেওয়া হয়।
তিনি বলেন, মোংলার গুদামে সংরক্ষণের জন্য ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন গম রাখা হবে। বাকিটুকু খুলনা, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন গুদামে পাঠানো হবে। জাহাজটি আকারে বড় এবং গভীরতা বেশি হওয়ায় সেটিকে ফেয়ারওয়েতেই রেখে খালাস করা হচ্ছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত নগদ ক্রয় চুক্তি (জি-টু-জি-১) অনুযায়ী এই প্রথম কোনো মার্কিন গমবাহী জাহাজ সরাসরি মোংলায় এসেছে। এর আগে সব চালান চট্টগ্রাম বন্দর হয়ে আসত।
জি-টু-জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি হচ্ছে। এর মধ্যে প্রথম চালানে ২৫ অক্টোবর আসে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ৩ নভেম্বর আসে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। তৃতীয় হিসেবে ১৪ নভেম্বর আসা সর্বশেষ চালানসহ এখন পর্যন্ত দেশে এসেছে ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম।
বিআলো/শিলি



