মোংলা বন্দরে গাড়িবাহী জাহাজ এমভি ‘বাটাম ষ্টার’
dailybangla
27th Jan 2025 7:22 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি বাটাম ষ্টার। জাহাজটি ৫৩৯ টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে সিঙ্গাপুর থেকে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে।
জাহাজ থেকে গাড়িগুলো দুপুর থেকে খালাস কাজ শুরু হয়েছে বলে জানান জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।
এমভি বাটাম ষ্টার-এর স্থানীয় শিপিং এজেন্ট বলেন, আজ ৫৩৯ টি গাড়ি নিয়ে সিঙ্গাপুর থেকে মোংলায় এসেছে এম ভি বাটাম ষ্টার। গাড়িগুলো দুপুর থেকেই জাহাজ থেকে খালাস শুরু করা হয়েছে। জাহাজ থেকে খালাস করে গাড়ীগুলো বন্দর জেটির শেডে রাখা হবে। আমদানি কৃত গাড়ীর মধ্যে রয়েছে টয়োটা, নিশান সহ বিভিন্ন ধরনের গাড়ি।
বিআলো/শিলি