• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মোগরাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    25th Jul 2025 7:55 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আশরাফ উদ্দিন। এই উপলক্ষে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ইউনিয়নের কাবিলগঞ্জ বিন্নিপাড়া গ্রামে নিজ পৈত্রিক ভিটায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    সভায় হাজী মোঃ আশরাফ উদ্দিন বলেন, আমি এই গ্রামের সন্তান, এখানেই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমি চেয়ারম্যান হতে চাই না, চাই আপনাদের একজন সেবক হতে। আমি জানি, কোনো একটি প্রতিষ্ঠানের কারণে কেউ কেউ সমস্যায় পড়েছেন—আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাইছি। আপনাদের আমি কখনো শুধু ভোটার হিসেবে দেখিনি, বরং পরিবার হিসেবে দেখেছি এবং ভবিষ্যতেও তা-ই দেখব।

    তিনি আরও বলেন, “আপনারা সবাই কর্মী হিসেবে আমার পাশে থাকবেন—এই বিশ্বাস নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন মেম্বার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মোঃ কামাল মোল্লা।

    এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ-মোঃ কুতুবউদ্দিন, মোঃ শাহাবুদ্দিন হাজী, মোঃ গিয়াসউদ্দিন, মোঃ হামিদুল হক চৌধুরী, মোঃ সিরাজুল হক চৌধুরী, ফরিদউদ্দিন মেম্বার, মোঃ হালিম, মোঃ হারুনুর রশিদ, মোঃ মজিবর মেম্বারসহ শতাধিক স্থানীয় বাসিন্দা।

    সভায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের খোলামেলা মতবিনিময় সভা গণতান্ত্রিক চর্চার একটি চমৎকার দৃষ্টান্ত। এতে প্রার্থী ও ভোটারদের মধ্যে একটি আস্থা ও সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে। হাজী আশরাফ উদ্দিনের বক্তব্যে একজন সেবকের বিনয়ী মনোভাব ও দায়িত্বশীলতা প্রকাশ পেয়েছে।

    আসন্ন ইউপি নির্বাচনে তার এই মতবিনিময় সভা স্থানীয় জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে। বক্তৃতার মাধ্যমে যেমন তিনি আত্মসমালোচনার সাহস দেখিয়েছেন, তেমনি এলাকাবাসীর সম্মান, ভালোবাসা ও সহযোগিতার আশ্বাসও পেয়েছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930