মোটরসাইকেলের সিট ও ইঞ্জিনে লুকানো মাদক উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
নজরুল ইসলাম জুলু, স্পেশাল করেসপন্ডেন্ট: রাজশাহীর গোদাগাড়ী থানার রাজাবাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোটরসাইকেলের সিটকভার ও ইঞ্জিনের ভেতর লুকানো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের , নামোচকপাড়া আজমতপুরের মোহাম্মদ আসাবুদ্দিন পুত্র।
অভিযানকালে মোটরসাইকেলের সিট ও ইঞ্জিনের ভেতর থেকে উদ্ধার করা হয় ৭৪ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা ও ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বিআলো/সবুজ