মোবাইলে একবার চার্জ, চলবে জীবনভর!
বিআলো ডেস্ক: আজকাল মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলে যেন সময় থেমে যায়। চার্জ দিতে দিতে মানুষ ক্লান্ত হয়ে ওঠে। কিন্তু কল্পনা করুন— একবার চার্জ দিলেই ফোন চলবে ৮০ বছর, একবারও বিদ্যুতের দরকার হবে না! রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম বলছে, এটি ভবিষ্যতের বাস্তবতা হতে খুব বেশি দেরি নেই।
রোসাটমের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ জানান, তাদের নতুন উদ্ভাবিত ‘নিউক্লিয়ার ব্যাটারি’ রেডিওঅ্যাকটিভ আইসোটোপ থেকে উৎপন্ন তাপ বা বিকিরণকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করবে। ফলে ফোন বা সেন্সরের জন্য আর কোনো চার্জারের প্রয়োজন হবে না। বিদ্যুৎ বিভ্রাটের ভয়ও থাকবে না।
কোমারভ আরও বলেন, “প্রযুক্তিটি নতুন নয়, বরং দীর্ঘদিনের পারমাণবিক গবেষণার ফল। আমরা প্রমাণিত সমাধানগুলোকে নতুনভাবে কাজে লাগাচ্ছি। যেমন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া থেকে তৈরি উচ্চ-শক্তির কার্বন ফাইবার এখন আধুনিক বিমান, জাহাজ এবং মহাকাশযানের অবিচ্ছেদ্য অংশ।”
এই ব্যাটারির ব্যবহার শুধু মোবাইল বা গ্যাজেটের জন্য নয়। মহাকাশ মিশন, আর্কটিক অঞ্চল, বা এমনকি দূরবর্তী সেন্সরেও এটি কার্যকর। কোমারভ বলেন, “গভীর মহাকাশ অনুসন্ধানে পারমাণবিক শক্তিই একমাত্র কার্যকর সমাধান। একটি ছোট ইউরেনিয়াম পেলেট ৪০০ কেজি কয়লার সমান শক্তি উৎপন্ন করতে সক্ষম।” রাশিয়া ইতোমধ্যেই চাঁদে পারমাণবিক শক্তিচালিত ইনস্টলেশন এবং গভীর মহাকাশযানের প্রপালশন সিস্টেম তৈরির জাতীয় প্রকল্প হাতে নিয়েছে।
কোমারভের কথায়, “হয়তো কেউ ৮০ বছর ধরে একই ফোন ব্যবহার করতে চাইবে না, কিন্তু তাত্ত্বিকভাবে এটা সম্ভব। একদিন মানুষ এমন এক ‘নিউক্লিয়ার ব্যাটারির’ স্বপ্ন দেখবে যা চার্জ ছাড়াই জীবনচক্র জুড়ে কাজ করবে।”
বিআলো/শিলি