• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মোবাইল ব্যবহারে ব্রেন ক্যানসারের ঝুঁকি নেই 

     dailybangla 
    02nd Oct 2024 11:10 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে মস্তিষ্কের ক্যানসার হতে পারে এমন ধারণা ছিল অনেকেরই মনে। কিন্তু সেই ধারণা পালটে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    সংস্থাটি জানিয়েছে, মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যানসারের ঝুঁকি নেই। বিশ্বজুড়ে ৬৩টি গবেষণা পর্যালোচনা করে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের ঝুঁকি বেড়ে যাওয়ার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলেই জানিয়েছে ডব্লিউএইচও।

    সম্প্রতি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

    ডব্লিউএইচওর পর্যালোচনায় দেখা গেছে, গত ২০ বছরে বেতার বা তারবিহীন প্রযুক্তি অনেক বেড়ে যাওয়া সত্ত্বেও ব্রেন ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়েনি। এ পর্যালোচনায় নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ান রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সির বিশেষজ্ঞরা। পাশাপাশি এতে অংশ নিয়েছেন ১০টি দেশের গবেষকরা।

    এ গবেষণায় ৩০০ হার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ তরঙ্গদৈর্ঘ্যরে রেডিও ফ্রিকোয়েন্সির ওপর নজর দিয়েছেন তারা। মোবাইল ফোন, ওয়াই-ফাই, রেডার, বেবি মনিটর ও অন্যান্য অ্যাপের জন্য ব্যবহার হয় এসব রেডিও ফ্রিকোয়েন্সি। এ গবেষণা দলটি মস্তিষ্কের ক্যানসার, পিটুইটারি গ্রন্থি, লালা গ্রন্থি ও লিউকেমিয়ার মতো ক্যানসার পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন এ পর্যালোচনার সহ-লেখক ও ইউনিভার্সিটি অব অকল্যান্ডের ক্যানসার এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক মার্ক এলউড।

    তিনি বলেছেন, এখানে পরীক্ষা করা বিভিন্ন বড় প্রশ্নের কোনোটিতেই ক্যানসারের ঝুঁকি দেখা যায়নি। মূল সমস্যার ক্ষেত্রে মোবাইল ফোন ও মস্তিষ্কের ক্যানসারের জন্য দশ বছরের বেশি বছরের এক্সপোজার ও কল টাইমের সবচেয়ে বেশি কল সংখ্যার সঙ্গেও কোনো বাড়তি ঝুঁকির খোঁজ মেলেনি। এ গবেষণা পর্যালোচনাটি করা হয়েছে ২২টি দেশের ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে প্রকাশিত ৬৩টি প্রাসঙ্গিক নিবন্ধ।

    অধ্যাপক মার্ক এলউড বলেছেন, মোবাইল ফোন ও মস্তিষ্কের ক্যানসারের মধ্যে সম্পর্ক আছে কিনা তা দেখতে ১০ বছর বা তারও বেশি সময় ধরে ফোন ব্যবহার করছেন এমন ব্যক্তির ডেটা ব্যবহার হয়েছে। তিনি আরও বলেছেন, এ গবেষণায় বেশিরভাগ ফোন ব্যবহার করা হয়েছে বিগত বিভিন্ন বছরের ১জি ও ২জি নেটওয়ার্ক থেকে। আর এগুলোর তুলনায় নতুন ৩জি ও ৪জি নেটওয়ার্কের রেডিও ফ্রিকোয়েন্সির নির্গমন যথেষ্ট পরিমাণে কম।

    রেডিও, টিভি ট্রান্সমিটার বা মোবাইল ফোনের বেইজ স্টেশন থেকে শিশুদের মধ্যে লিউকেমিয়া বা মস্তিষ্কের ক্যানসারের কোনো ঝুঁকি খুঁজে পাননি গবেষকরা। ৫জি মোবাইল নেটওয়ার্ক নিয়ে অধ্যাপক এলউড বলেছেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো গবেষণা হয়নি। এ পর্যালোচনাটি শেষ হতে চার বছর সময় লেগেছে বলেও জানিয়েছেন এলউড।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031