মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
জসিম দেওয়ান (ঢাকা): রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। বস্তির একাধিক টিনশেড ঘর আগুনে আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিনশেড ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করছেন। তারা এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত করে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিআলো/তুরাগ



