মোহাম্মদপুরে পুলিশের অভিযানে অস্ত্র-ইয়াবাসহ ১৪ অপরাধী গ্রেফতার
বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
মো. খালেক: রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দিনভর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শুভ তানভীর (২১), সৈয়দ মুরসালি (২০), ফারুক (৩৮), তামিম (২০), জাহিদ (১৯), হীরা (২৩), সজীব (২৭), তরুণ (২৩), সোহরাওয়ার্দী (২৫), ইমরান (২০), মামুন (২৭), মনিরুল (২৪), শাকিল ওরফে হৃদয় (২৭) এবং ফরিদা আক্তার (৩৪)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপজ্জনক অস্ত্র ও মাদক উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি দেশীয় ছুরি, দুটি চাপাতি, একটি লোহার স্টীক, দুটি সামুরাই, চারটি রড, তিনটি স্মার্ট মোবাইল ফোন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
থানার এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ পেশাদার মাদক কারবারি, কেউ নিয়মিত মামলার আসামি, আবার কেউ চিহ্নিত অপরাধী হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও থানা সূত্র জানিয়েছে।
বিআলো/তুরাগ