মৌলভীবাজারে তেলের লাইনের লিকেজ থেকে আগুন, দ্বগ্ধ ২
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভূনবীর ইউনিয়নের শাসন কদমতলা এলাকায় পেট্রো বাংলা কোম্পানির তেলের লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইলামপাড়ায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে মৌলভীবাজার থেকে আরো দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকা রক্ষা পায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে সবাই আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে যান। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নেভানোয় স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মধ্যে।
এদিকে মাছ ধরতে গিয়ে হঠাৎ আগুনের কবলে পড়ে দ্বগ্ধ হন পিতা ও ছেলে। দুজন হলেন- ভূনবীর এলাকার বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান (২৪)। প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সর্বশেষ তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইন্সপেক্টর সোলেমান আহমেদ বলেন, রাত ৯ টায় খবর পেয়ে তারা ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের পুরো টিম কাজ করেন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে দগ্ধ বাবা-ছেলেকে সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে
বিআলো/শিলি