• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মৌলভীবাজারে পশুর হাটের নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    02nd Jun 2025 10:46 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা সংক্রান্তে মৌলভীবাজার জেলার ইজারাদারদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ জুন রবিবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।

    মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা।

    মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার সদরসহ সকল উপজেলার পশুরহাটের ইজারাদার এবং সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। তারা পশুর হাটের নিরাপত্তা, হাট কেন্দ্রিক যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং অননুমোদিত পশুর হাট সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর তাদের বক্তব্য তুলে ধরেন।

    সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, ‘কোন অবস্থাতেই রাস্তা ব্লক করে পশুর হাট বা হাটের আসেপাশে অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। পশুর হাটে জাল টাকা, চোরাই গরু, অজ্ঞান বা মলম পার্টির কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশের সাথে যোগাযোগ করবেন।’

    তিনি আরও বলেন, ‘কোরবানির হাটে কোন রাজনৈতিক দলের নেতা বা অন্য কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পুলিশ সুপার হাটগুলোতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য প্রয়োজনীয় মোবাইল নম্বর ব্যানার বা ফেস্টুনে প্রদর্শনের ব্যবস্থা করার আহবান জানান।

    তিনি পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয় গুরুত্ব আরোপ করেন। এছাড়া ইজারাদারদের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগের প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেন।

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930