মৌসুমী হামিদ শুরু করলেন ‘ট্রাইব্যুনাল’ সিনেমার শুটিং
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ দীর্ঘ সময় পর ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজ শুরু করেছেন। সিনেমার বিষয় নারী নির্যাতন, ন্যায়বিচার এবং বিচারব্যবস্থার জটিল বাস্তবতা।
মৌসুমী জানান, গল্প শুনেই তিনি কাজটি গ্রহণ করেছেন। তিনি একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে অভিনয় করছেন, যিনি ঘটনার নির্মমতা কাছ থেকে দেখেছেন।
নির্মাতা রায়হান খান বলেন, সিনেমার ৭৫ শতাংশ শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
অভিনেত্রী বলেন, তিনি সবসময় এমন কাজ খোঁজেন যা গল্প ও চরিত্রের দিক থেকে আকর্ষণীয়।
তিনি আরও জানান, আগে নির্মাতার কথায় বিশ্বাস করে কাজ করার সময় কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তাই এবার পুরো স্ক্রিপ্ট পড়ার পরই রাজি হয়েছেন।
‘ট্রাইব্যুনাল’ সিনেমায় মৌসুমী ছাড়াও নুসরাত ফারিয়া, তারিক আনাম খান, সাবেরী আলম, তানিয়া বৃষ্টি ও অন্যান্যরা অভিনয় করছেন।
বিআলো/শিলি



