• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মৎস্য খাদ্যে পশু খাদ্য ব্যবহার নয়: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

     dailybangla 
    23rd Jun 2025 6:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পশু খাদ্যকে মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশু খাদ্য ও মৎস্য খাদ্য একাকার হয়ে যাচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা জাতীয় মৎস্য নীতিমালা ২০২৫-এ অন্তর্ভুক্ত করতে হবে।”

    রবিবার সকালে রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় মৎস্য নীতিমালা ২০২৫ (খসড়া) বিষয়ক অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    চিংড়ি চাষ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ম্যানগ্রোভ বন ধ্বংস করে চিংড়ি চাষ নয়, বরং পরিবেশবান্ধব পদ্ধতিতে ম্যানগ্রোভ সংরক্ষণ করেই চিংড়ি উৎপাদনের পথ খুঁজতে হবে।”

    তিনি বলেন, “শুধু অবৈধ জাল ধ্বংস করলেই চলবে না, এসব জালের উপকরণ আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”

    ক্ষতিকর বিদেশি প্রজাতির মাছ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বেসরকারি খাতে অনেক সময় এমন সব বিদেশি মাছ দেশে ঢুকে পড়ে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। একবার পরিবেশে ঢুকে পড়লে এসব মাছ সবকিছু গ্রাস করে ফেলে। পরে সেগুলো নিধনের নির্দেশনা দিতে হয়। অথচ শুরুতেই আমদানি নিরুৎসাহিত করা গেলে এই পরিস্থিতি এড়ানো যেত।”

    মৎস্যজীবীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে উপদেষ্টা বলেন, “মাছের ধরন অনুযায়ী মৎস্যজীবীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

    তিনি আরও বলেন, “মৎস্যখাতকে অনেক সময় কৃষির উপখাত হিসেবে দেখা হয়, অথচ কৃষিখাতের মতো বিদ্যুৎ ছাড়, ভর্তুকি কিংবা সরকারি প্রণোদনায় এই খাতটি অবহেলিত থেকে যায়। জাতীয় মৎস্য নীতিমালায় এসব বৈষম্য দূর করে মৎস্যজীবীদের অধিকার ও প্রণোদনার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।”

    মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওচুন শি।

    স্বাগত বক্তব্য রাখেন এফএও-এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মো. আবুল হাসনাত এবং নীতিমালার খসড়া উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. সামছু উদ্দিন।

    এসময় মৎস্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি এবং বাংলাদেশ ফিশ ফার্মাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930