মাদকমুক্ত সমাজ গড়তে দরকার সবার ঐক্য ও আন্তরিকতা: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদন: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রয়োজন সকলের ঐক্য, আন্তরিকতা ও সহযোগিতা। দীর্ঘ ১৭ বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছি, তার পুনরাবৃত্তি যেন না হয়—এ লক্ষ্যে আমরা কাজ করছি।”
সোমবার সন্ধ্যায় রূপনগরে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে বহু ছাত্র ও নেতাকর্মী রক্ত দিয়ে শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশ ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়তে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
আমিনুল হক বলেন, “মাদক এখন শুধু রূপনগর বা পল্লবীর সমস্যা নয়—এটি জাতীয় সংকট। গত ১৭ বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক বিস্তার লাভ করেছে। কিন্তু বিএনপি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা যতই শক্তিশালী হোক না কেন, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। এমনকি তাদের সহজে জামিন না পাওয়ার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।”
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু মাদক ব্যবসায়ীদের দোষ দিয়ে কাজ হবে না, সন্তানদের দিকেও নজর দিতে হবে। ভালোবাসা, বোঝাপড়া ও সচেতনতাই পারে একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে।”
অপরাধ ও দুষ্কৃতকারীদের বিষয়ে কড়া বার্তা
তিনি বলেন, “যে কোনো দুষ্কৃতকারী—সে যেই হোক না কেন, এমনকি আমাদের দলের কেউ হলেও—তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সমাজ পরিবর্তনের জন্য দরকার আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যবদ্ধ উদ্যোগ।”
নির্বাচনে জয়ী হলে উন্নয়নের অঙ্গীকার
বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে রূপনগরের খেলার মাঠ, ড্রেনেজ, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ সব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ।”
আওয়ামী দোসরদের বিচার প্রসঙ্গে হুঁশিয়ারি
তিনি বলেন, “বিএনপিতে আওয়ামী দোসরদের কোনো জায়গা নেই। যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে আওয়ামী স্বৈরাচারকে সহায়তা করেছে, বিএনপি ক্ষমতায় এলে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।”
স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকুন। চলুন, আমরা একসাথে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, আলী আহমেদ রাজু, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মো. শাহআলম মোল্লা, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সহসভাপতি মো. ফুতুন মিয়া, স্বেচ্ছাসেবকদলের সাজেদুল আলম টুটুল, যুবদলের নাঈম হোসেন, ছাত্রদলের কাওসার মল্লিক প্রমুখ।
দিনের অন্যান্য কর্মসূচি:
এর আগে তিনি ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত মিরপুর থানার ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শহীদ আব্দুল্লাহ কবির স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন। বিকেলে তিনি পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ