• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যথাযোগ্য মর্যাদায় জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত 

     dailybangla 
    18th Dec 2025 5:27 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক : অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ARAB-এর সভাপতি মীর শাহ আলম (S21 MIR) বলেন, “অ্যামেচার রেডিও শুধুই একটি শখ নয়; দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে এটি একটি কার্যকর বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে দেশের তরুণদের সম্পৃক্ত করাই ARAB-এর অন্যতম প্রধান লক্ষ্য।

    অনুষ্ঠানে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অ্যামেচার রেডিও অপারেটররা নিরবচ্ছিন্ন যোগাযোগ সহায়তা দিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে ফেনী ও সিলেটের বন্যা, ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক ব্যবস্থাপনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে অ্যামেচার রেডিও অপারেটরদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

    বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৭০০ জন অ্যামেচার রেডিও অপারেটর রয়েছেন এবং এ খাতে যুক্ত হতে আগ্রহী তরুণদের সংখ্যা দিন দিন বাড়ছে।

    ফিল্ড ডে উপলক্ষে অংশগ্রহণকারীরা লাইভ রেডিও যোগাযোগ প্রদর্শন, জরুরি যোগাযোগ কৌশল, আধুনিক রেডিও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    ARAB নেতৃবৃন্দ বলেন, এ ধরনের উদ্যোগ প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের যুক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে এবং একই সঙ্গে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা আরও জোরদার করবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ARAB-এর সেক্রেটারি অনুপ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি অধ্যাপক নাজমা সামস, মাইলস্টোন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. শহিদুল ইসলাম, স্কাউটার জামিল আহমেদ এবং অধ্যাপক জাকি ইমামসহ সংগঠনের নেতৃবৃন্দ।

    এ সম্মেলনে মোট ৪২০ জন ARAB সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সফলভাবে আয়োজন করায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সরকার ও নীতিনির্ধারকদের আরও সহযোগিতা কামনা করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031