চার কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক: যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে চার কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন স্থানীয় বিএনপির এক সাবেক নেতা এবং এক সাংবাদিক।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন সম্প্রতি অভয়নগর থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী টিপুকে কৌশলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা আদায় করেন তৎকালীন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) আসাদুজ্জামান জনি। পরে টিপুর স্ত্রী ব্যাংক থেকে জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ১৮ সেপ্টেম্বর আবারও টিপুকে অপহরণ করে নওয়াপাড়ার কনা ইকো পার্কে নিয়ে যাওয়া হয়, যেখানে জনি ও তার সহযোগীরা-বিশেষ করে নওয়াপাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন এবং সম্রাট হোসেন-টিপুকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ওইদিন আরও দুই কোটি টাকা দাবি করা হয়। পরে টিপুর ম্যানেজার পূবালী ব্যাংক ও সাউথ বাংলা ব্যাংক থেকে মোট ১ কোটি টাকা মফিজ উদ্দিনের অ্যাকাউন্টে পাঠান। এছাড়াও আরও ১ কোটি টাকার চেক এবং মোট ছয়টি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নেওয়া হয়।
এই ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যশোর জেলায়। অভিযুক্তদের মধ্যে আসাদুজ্জামান জনির বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, জনি সংগঠনবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় দল কোনো দায় নেবে না।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযোগ জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত আসাদুজ্জামান জনি ও সাংবাদিক মফিজ উদ্দিনের ফোন বন্ধ রয়েছে।
বিআলো/এফএইচএস