যশোরে বাসে আগুন, দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল
dailybangla
13th Nov 2025 2:19 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।
বাসটির সুপারভাইজার হান্নান খান জানান, মাগুরা জ-১১-০০০৭ নম্বরের বাসটি প্রতিদিন যশোর-মাগুরা রুটে চলাচল করে। রাতে পার্কিং করে রেখে ভোরে বাসায় ফেরার কিছু পরই তিনি আগুনের খবর পান। এতে সিট ও যন্ত্রাংশ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় নাইটগার্ড পাশের দোকানে ছিলেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্তে অভিযান চলছে।
বিআলো/শিলি



