যশোরে মেধা ও যোগ্যতার কনস্টেবল পদে নিয়োগ পেল ৩৮ জন
সুমন সরদার: স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ পেল ৩৮ জন মেধাবী প্রার্থী।
২৯ মে বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোর জেলার পুলিশ সুপার ও অত্র রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান।
পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং রাতে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার।
এ সময় উত্তীর্ণ প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় । পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, আমরা এই নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মধ্য দিয়ে আজ শেষ করতে পেরেছি। আজকে যারা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে। তিনি উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান। একই সঙ্গে যে সকল প্রার্থী প্রাথমিক ফলাফলে অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আরো ভালো প্রস্তুতি নিতে বলেন।
এ সময় অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি