যশোরে শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হলো প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান
dailybangla
03rd Oct 2025 11:00 pm | অনলাইন সংস্করণ
সুমন সরদার: যশোরে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে কোতয়ালী থানাধীন লালদিঘী পাড়ে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি যশোর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা তদারকি করেন যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান।
তিনি শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে জানান, জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার ওয়াচ টাওয়ারে বসে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি