যশোর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সুমন সরদার: যশোর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান এর সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)নূর-ই-আলম সিদ্দিকী বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন সমূহ উপস্থাপন করেন।
পরবর্তীতে উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ পুলিশ সুপারের নিকট তাদের সার্বিক সুবিধা-অসুবিধা উপস্থাপন করেন। এরপর গত মে মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার আট ৮ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন সম্মানিত পুলিশ সুপার ।
পরবর্তীতে উপস্থিত সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি)রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, “খ ” সার্কেল রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল)মো ইমদাদুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
বিআলো/তুরাগ