যাত্রাবাড়ীতে র্যাবের পোশাকে ডাকাতি, মাইক্রোবাসে তুলে ব্যবসায়ীকে লুটপাট
যাত্রাবাড়ীতে র্যাবের পোশাকে ব্যাবসায়ীর স্বর্ণ ও নগদ অর্থ লুট
আসলাম হায়দার: ঢাকার যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে একদল দুর্বৃত্ত স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী সৈকত বিশ্বাসের কাছ থেকে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ জুলাই) রাতে ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সৈকত বিশ্বাস জানান, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারে ‘মধু জুয়েলারী’ নামে একটি স্বর্ণকারখানার মালিক এবং তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা। ঘটনার দিন তিনি ব্যবসায়িক কাজে ঢাকার তাঁতীবাজারে যান। কাজ শেষে রাতে লেগুনাযোগে বাড়ি ফেরার পথে মাতুয়াইল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তার গাড়ির পথ রোধ করে।
মাইক্রোবাসে থাকা সাত-আটজন ব্যক্তি র্যাবের পোশাক পরিহিত ছিলেন। তারা সৈকতকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে নিজেদের গাড়িতে তোলে। এরপর তার কাছ থেকে নগদ এক লাখ সাত হাজার টাকা, রুপার একটি পায়েল, দুটি স্বর্ণের চেইন ও সাত ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে তাকে মতিঝিলের ইউনুস টাওয়ারের পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
পরে স্বজনদের মাধ্যমে পুলিশকে জানানো হলে যাত্রাবাড়ী থানা পুলিশ গিয়ে সৈকতকে উদ্ধার করে। পরদিন তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। র্যাবের পোশাক পরে যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
স্থানীয়রা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে ছদ্মবেশ নিয়ে এমন ধরনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
বিআলো/তুরাগ