যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা হারুনর রশীদ মুন্না গ্রেফতার
dailybangla
29th Dec 2025 4:42 pm | অনলাইন সংস্করণ
ইবনে ফরহাদ তুরাগঃ ঢাকা-৫ আসনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নাকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে যাত্রাবাড়ী এলাকার একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গ্রেফতারের পর হারুনর রশীদ মুন্নার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিআলো/নিউজ



