যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী শুক্কুর আলী গ্রেপ্তার
মো. জুবায়ের আলম॥ রাজধানীর যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শুক্কুর আলীসহ পাঁচজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত সেনাবাহিনীর ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, র্যাব ও যাত্রাবাড়ী থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্কুর আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পুরিয়া হেরোইন, ১২৩ পিস ইয়াবা, গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি স্যামসাং ট্যাব, মাদক সেবনের সরঞ্জাম এবং লুকানো অবস্থায় ১২ লাখ ৪৯ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়। বৈধ কোনো প্রমাণপত্র না থাকায় নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শুক্কুর আলীর নামে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. শুক্কুর আলী (৪৯), পিতা রজব আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী। উজ্জল (৪৫), পিতা রজব আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী। মো. তুহিন (৩১), পিতা সাদিকুল, নারিন্দা, ওয়ারি। দ্বীন মোহাম্মদ নাসির উদ্দিন (৪৬), পিতা মো. আক্কাস আলী, দক্ষিণ কেরানীগঞ্জ। মুন্নী বেগম (৩২), স্ত্রী শুক্কুর আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী
গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও নগদ অর্থসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/এফএইচএস