• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাজ্যজুড়ে তুষারঝড়, উড়োজাহাজ চলাচল ব্যাহত 

     dailybangla 
    05th Jan 2025 11:54 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ভারি তুষারপাতে ব্যাহত হচ্ছে জনজীবন। বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ হওয়ায় ফ্লাইটে বিলম্ব হয়েছে, অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে, আবার কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। এর মধ্যে আছে ম্যানচেস্টার, লিভারপুল, বার্মিংহাম, লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর।

    ম্যানচেস্টার বিমানবন্দর রোববার সকালে কয়েকঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়। ওই কয়েক ঘণ্টায় বিমানবন্দরে কোনও উড়োজাহাজ অবতরণ করেনি এবং বিমানবন্দরমুখী সব ফ্লাইট অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

    ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্যমতে, ম্যানচেস্টার বিমানবন্দরমুখী অন্তত ১২টি উড়োজাহাজকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। লিভারপুলের জন লেনন বিমানবন্দরও সাময়িক বন্ধ থাকার পর আবার খুলেছে। তবে লিডস ব্রাডফোর্ড বিমানবন্দরের রানওয়ে এখনও বন্ধ রয়েছে।

    তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হয়েছে যুক্তরাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে। ওয়েলসে এবং মিডল্যান্ড থেকে ম্যানচেষ্টার পর্যন্ত আবহাওয়ার হলুদ (অ্যাম্বার) সতর্কতা জারি রয়েছে। স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের ভিবিন্ন জায়গায় এর চেয়ে কিছুটা কম গুরুতর হলুদ সতর্কতা জারি হয়েছে।

    রোববার তুষারপাতের প্রকোপ কমে আসার আগে কয়েকটি পল্লী এলাকায় বরফের পুরু স্তর জমে এলাকাগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। ভারি তুষারপাতের কারণে শনিবার রাতে ব্রিস্টল এবং বার্মিংহাম বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রোববার দুটো বিমানবন্দরই আবার চালু হয়েছে।

    ম্যানচেষ্টার বিমানবন্দর সতর্ক করে দিয়ে বলেছে, বরফ পরিস্কারের কাজ চলতে থাকার কারণে এখনও তাদের কিছু ফ্লাইট ছেড়ে যাওয়া এবং আসায় বিলম্ব হওয়ার আশঙ্কা আছে।

    বিবিসি’র আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বরফ এবং তুষারবৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হবে। বিশেষ করে ওয়েলস ও মধ্য ইংল্যান্ডের কিছু এলাকায়।

    বিপজ্জনক এই আবহাওয়ার কারণে কেবল উড়োজাহাজ চলাচল নয়, দেশজুড়ে সড়ক ও রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারি তুষারপাতের কারণে এরই মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ডের উত্তরাঞ্চলসহ কয়েকটি রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। সূত্র: বিবিসি

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031