যুক্তরাষ্ট্রকে জবাবদিহির কথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেন, ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যেকোনো রাষ্ট্রীয় পদক্ষেপ আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে বিচার করা উচিত। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, তার বৈধতা ব্যাখ্যা দেওয়ার দায় তাদেরই।
তিনি পুনরায় উল্লেখ করেন, যুক্তরাজ্য বরাবরই ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর একই সঙ্গে স্পষ্ট করেছে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তুলনা গ্রহণযোগ্য নয়।
যুক্তরাজ্য আবারও জানিয়েছে, তারা মাদুরোর শাসনকে বৈধ মনে করে না এবং দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে তাদের অবস্থান অপরিবর্তিত। তথ্যসূত্র: সামা টিভি
বিআলো/শিলি



