যুক্তরাষ্ট্রকে নিয়ে উদ্বেগে কলম্বিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন অনেক দেশকে নিজের প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখছে।
পেত্রোর এই মন্তব্য আসে এমন প্রেক্ষাপটে, যখন ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং ভেনেজুয়েলায় অভিযানের পর কলম্বিয়াকে লক্ষ্য করে অভিযানকে ‘ভালো ধারণা’ হিসেবে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কড়া সমালোচনা করে পেত্রো অভিযোগ করেন, আইসিই এজেন্টদের আচরণ নাৎসি বাহিনীর মতো। ট্রাম্প প্রশাসন অভিবাসন দমন জোরদার করার অংশ হিসেবে দেশজুড়ে আইসিই-এর কার্যক্রম ব্যাপকভাবে বাড়িয়েছে।
বুধবার ট্রাম্প ও পেত্রোর মধ্যে এক ঘণ্টার ফোনালাপ হলেও সম্পর্কের বরফ গলেনি বলে মনে করছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার ভাষায়, আলোচনায় মাদক পাচার, ভেনেজুয়েলা পরিস্থিতি এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা উঠে এসেছে, কিন্তু বাস্তব অগ্রগতি হয়নি।
বিআলো/শিলি



