যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসার ক্ষেত্রে জামানত বাধ্যতামূলক করা দেশগুলোর তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রশাসন। সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড দিতে হতে পারে আবেদনকারীদের।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, বাংলাদেশসহ আরও ২৫টি দেশকে নতুন করে এই তালিকায় যুক্ত করা হয়েছে। এর আগে তালিকায় থাকা দেশের সংখ্যা ছিল তুলনামূলক কম।
বাংলাদেশি মুদ্রায় এই বন্ডের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। ভিসা বন্ড মূলত একটি ফেরতযোগ্য আর্থিক নিশ্চয়তা, যা ভিসার শর্ত বিশেষ করে অবস্থানকাল মেনে চলা নিশ্চিত করতে নেওয়া হয়।
নন-ইমিগ্র্যান্ট ভিসায় নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তা ভিসা ওভারস্টে হিসেবে গণ্য হয়। অতীতে যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডও এমন ব্যবস্থা চালুর উদ্যোগ নিলেও পরে তা বাতিল করে।
বিআলো/শিলি



