• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু 

     dailybangla 
    09th Jul 2025 5:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক বিষয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ জুলাই) শুরু হওয়া এ আলোচনা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR) থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণের পর বাংলাদেশ এই আলোচনায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বাসসকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জুলাই বিশ্বের ১৪টি দেশের সরকারপ্রধানের কাছে পাঠানো চিঠির পরপরই বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণকারী প্রথম দেশগুলোর একটি হিসেবে আলোচনায় বসেছে।

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে।

    এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হয়েছেন। আলোচনা পর্যবেক্ষণে রয়েছেন বাণিজ্য সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা, যারা ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন।

    প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে বাংলাদেশ আশাবাদী যে দ্বিতীয় দফার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হবে এবং পাল্টা শুল্ক নিয়ে একটি চুক্তি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

    এই আলোচনা উভয় দেশের বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এ শুল্ক আলোচনা রপ্তানি বান্ধব নীতিমালার ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930