যুক্তরাষ্ট্রে গির্জায় গোলাগুলিতে ২ নারীসহ নিহত ৩
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্টাকির লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে বন্দুকধারীর গুলিতে দুজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুরুষ। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর পালটা গুলিতে ঘটনাস্থলেই ওই বন্দুকধারী নিহত হন।
প্রথম গুলির ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৩৫ মিনিটে ব্লু গ্রাস বিমানবন্দরের কাছে। সেখানে রাজ্য পুলিশের এক সদস্য গাড়ির লাইসেন্স প্লেট রিডার সিস্টেমে সতর্কতা পাওয়ার পর একটি গাড়ি থামান। তখনই সন্দেহভাজন ব্যক্তি ওই পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যায় এবং একটি গাড়ি ছিনতাই করে প্রায় ১৫ মাইল দূরে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে পৌঁছে যায় বলে জানিয়েছেন লেক্সিংটন পুলিশপ্রধান লরেন্স উইদার্স।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্দুকধারীর গির্জার কিছু লোকজনের সঙ্গে পূর্বপরিচয় ছিল, তবে বিস্তারিত কিছু জানাননি উইদার্স।
তিনি বলেন, গির্জা প্রাঙ্গণে পৌঁছে বন্দুকধারী সেখানে উপস্থিতদের লক্ষ্য করে গুলি চালান।
পরে ঘটনাস্থলে তিনজন পুলিশ কর্মকর্তা পালটা গুলি চালিয়ে ওই সন্দেহভাজনকে হত্যা করেন।
বন্দুকধারীর পরিচয় জানা গেলেও, নিহতের পরিবারের সদস্যদের এখনো অবহিত না করায় পুলিশ তার নাম প্রকাশ করেনি।
গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত নারীদের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সি ক্রিস্টিনা কম্বস, আরেকজন ৭২ বছর বয়সি বেভারলি গাম।
এছাড়া গুলিতে আহত দুই পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান উইদার্স।
পুলিশ জানিয়েছে, প্রথম গুলির ঘটনাটি বিমানবন্দরের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না, যদিও এটি টার্মিনাল ড্রাইভের একটি অংশকে প্রভাবিত করে। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের টিম যাত্রীদের খোলা পার্কিং স্পটে নিয়ে যাচ্ছে। সব ফ্লাইট ও কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।
ঘটনার পর এক বিবৃতিতে কেনটাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর আহ্বান জানান।
এক এক্স পোস্টে তিনি লেখেন, এই মর্মান্তিক সহিংস ঘটনার শিকার সবার জন্য প্রার্থনা করুন এবং লেক্সিংটন পুলিশ ও কেনটাকি স্টেট পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন।
বিআলো/শিলি