যুক্তরাষ্ট্রে নতুন চুক্তিতে টিকটক
dailybangla
29th Dec 2025 2:36 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা পরিচালনার জন্য আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের অ্যালগরিদম পরিচালনা ও লাইসেন্সিংয়ের দায়িত্ব পাবে ওরাকল। এতে দেশটির ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা আরও জোরদার হবে বলে দাবি করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সীমিত তথ্য ব্যবহারের কারণে অ্যালগরিদমের পার্সোনালাইজেশন ধীর হতে পারে এবং ভাইরাল ট্রেন্ড ধরতে সময় লাগতে পারে। নতুন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক ও আবুধাবিভিত্তিক এমজিএক্স।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে টিকটক আগের মতো সাহসী প্ল্যাটফর্ম থাকবে নাকি আরও নিয়ন্ত্রিত হয়ে উঠবে, সেটিই এখন দেখার বিষয়।
বিআলো/শিলি



