যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের দাফন সম্পন্ন, হাজারো মানুষের শেষ শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ২৩ মিনিটে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে দাফন করা হয় রাজশাহী নগরীর সপুরা কবরস্থানে।
জানাজায় অংশ নেন হাজারও মানুষ। ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।
জানাজায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি নেতা শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ প্রশাসন, রাজনীতি ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে পাইলট তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে আনা হয়। পরে মরদেহ নেওয়া হয় নগরীর উপশহর এলাকার তার ভাড়া বাসায়। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজাস্থলে পৌঁছানো হয়।
প্রসঙ্গত, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলামসহ অন্তত ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।
বিআলো/এফএইচএস