যুদ্ধবিরতির পর গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির কার্যক্রম শুরু হওয়ার পর ইসরাইল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করছে। ইতোমধ্যে গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ‘ইয়েলো লাইন’ ক্রসিংয়ের মাধ্যমে ইসরাইলি সেনারা ধাপে ধাপে নিজ দেশে ফিরে আসতে শুরু করেছেন। শনিবার পর্যন্ত গাজার মধ্যাঞ্চলীয় শহর গাজার সিটি, শেজাইয়া, আল-তুফাহ ও জেইতুন এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পরবর্তী পর্যায়ে অন্যান্য এলাকায় থেকেও সেনা প্রত্যাহার চলবে।
সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে নিজের বাসভূমিতে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় ৫ লাখ ফিলিস্তিনি গাজার শহরে ফিরে এসেছেন। গত কয়েক সপ্তাহের ভারী বোমাবর্ষণের ফলে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হলেও স্থানীয়রা নিজের এলাকা ছেড়ে আসতে রাজি হচ্ছেন না।
দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানের জন্য গত মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন। এর এক সপ্তাহ পর, গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
এরপর গত সোমবার (৬ অক্টোবর) মিশরের শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। তিনদিনের আলোচনার পর, বুধবার (৮ অক্টোবর) রাতের দিকে দুই পক্ষই প্রথম ধাপ মেনে নেয়। শুক্রবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরাইলি সরকার। একই দিনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং সেনা প্রত্যাহার শুরু হয়। সূত্র: আনাদোলু
বিআলো/শিলি