যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান ও আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দোহায় অনুষ্ঠিতব্য শান্তি সংলাপ শেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে। শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হচ্ছে।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানি প্রতিনিধি দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছে। শনিবার সেখানে যোগ দেন আফগান প্রতিনিধিরা। তবে জিও নিউজের তথ্য অনুযায়ী, পাকিস্তানি প্রতিনিধিরা আজই দোহা রওনা হবেন।
গত ৯ অক্টোবর রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী, এতে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদসহ একাধিক উচ্চপদস্থ কমান্ডার। এরপর ১১ অক্টোবর আফগান সেনারা সীমান্তবর্তী পাকিস্তানি চৌকিগুলোয় পাল্টা হামলা চালায়। চার দিনব্যাপী সংঘাতে দুই শতাধিক তালেবান যোদ্ধা ও ২৩ জন পাক সেনা নিহত হয় বলে জানিয়েছে আইএসপিআর।
১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার মেয়াদ শেষ হয় শুক্রবার দুপুরে। কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে অন্তত ৫০ জন নিহত ও দেড় শতাধিক আহত হন। এরপর রাতেই কাবুল ও ইসলামাবাদ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়।
বিআলো/শিলি



