যুদ্ধবিরতি লঙ্ঘন ৫৯১ বার; গাজায় থামছে না ইসরাইলি আগ্রাসন
আর্ন্তজাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল দাবি করেছে, রাফাহ সীমান্তের কাছে হামাস যোদ্ধাদের আক্রমণে তাদের চার সেনা আহত হওয়ায় এ হামলা চালানো হয়েছে।
ইসরাইল ঘোষণা করেছে- রাফাহ ক্রসিং শুধুমাত্র গাজার বাসিন্দাদের উপত্যকা ত্যাগের জন্য খোলা থাকবে, তবে এখান দিয়ে কোনো ত্রাণ ঢুকতে দেওয়া হবে না। মিশর এটিকে মার্কিন শান্তি পরিকল্পনার পরিপন্থি ও একতরফা সিদ্ধান্ত বলে সমালোচনা করেছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরাইলি জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। এর পরপরই উত্তর গাজা ও দক্ষিণ আল-মাওয়াসি শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হন। শিশু নিহতদের বয়স আট থেকে ১০ বছর।
হামাস আল-মাওয়াসির হামলাকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে মিশর-কাতার-যুক্তরাষ্ট্রকে ইসরাইলি আগ্রাসন থামাতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। গাজার কর্তৃপক্ষে বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৫৯১ বার ইসরাইল চুক্তি লঙ্ঘন করেছে, এতে ৩৬০ জন নিহত এবং ৯২২ জন আহত হয়েছে।
বিআলো/শিলি



