যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সামরিক পথে এগোলে ইরান পাল্টা প্রতিক্রিয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, এমন কড়া বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ওয়াশিংটন যদি ইরানকে সামরিকভাবে ‘পরীক্ষা’ করতে চায়, তবে তেহরান সব ধরনের বিকল্প মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তিনি জানান, চলমান অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ বন্ধ হয়নি। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় এখন ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী।
এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে। ট্রাম্প ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন।
আরাগচি যুক্তরাষ্ট্রকে সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের স্বার্থে যারা ওয়াশিংটনকে সংঘাতে জড়াতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকা উচিত।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে মার্কিন বাহিনী ও ইসরায়েল বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
বিআলো/শিলি



