যুবককে পিটিয়ে হত্যা,গ্রেপ্তার ৩
মো.রাজন আহম্মেদ,ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের ঘটনায় শাকিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাকিল হোসেন মারা যান। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে,খাগাইল গ্রামের মুকুল,রুবেল, স্বপন গংদের সাথে শাকিল হোসেন গংদের জমি নিয়ে একাধিক মামলাসহ বিরোধ চলে আসছিল। এ অবস্থায় শকিল হোসেন খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে শুক্রবার রাত ১০টার দিকে পূজামণ্ডপ দেখে বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজারের পাশে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তার মাথা ও বুকে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় ওই রাতেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে মারা যায়। এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদি হয়ে ধামরাই থানায় ১২জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে শাকিলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২জনের নামে মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।
বিআলো/ইমরান