• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুবকদের উদ্যোক্তা হওয়ার আহবান করলেন এসপি শহিদুল্লাহ কাওছার 

     dailybangla 
    30th May 2025 11:00 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহবান করলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। ২৯ মে বৃহস্পতিবার যুব উন্নয়ন অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত শান্তিশৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

    উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার বলেন “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারিভাবে আপনাদের সকলকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আপনাদের প্রশিক্ষণটি ভালোভাবে নিতে হবে এবং প্রশিক্ষণ শেষ করে কাজে লাগাতে হবে যেন বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। আমাদের প্রশিক্ষণের উদ্দেশ্য চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্য থাকতে হবে। যুবদের ধ্বংসের মূল কারণ হচ্ছে মাদক। তাই প্রত্যেককে মাদক থেকে দূরে থাকতে হবে। মোবাইলের সঠিক ব্যবহার করতে হবে। সাইবার অপরাধ থেকে বিরত থাকতে হবে।

    পুলিশ সুপার আরো বলেন- সম্প্রীতির বান্দরবানে আমরা সকলেই মানুষ হিসেবে মিলেমিশে বসবাস করি। বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। যেকোনো মুহূর্তে পুলিশের সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই নিকটতম থানায় অভিযোগ করবেন।

    উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার মহোদয় বক্তব্য সম্পন্ন করেন। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যুব প্রশিক্ষণ কেন্দ্র, বান্দরবান পার্বত্য জেলার ডেপুটি কো-অর্ডিনেটর, উপপরিচালক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930