যুবদলের হাত ধরেই দেশ পেয়েছে ত্যাগী ও আদর্শবান নেতাকর্মী: মোতাহার হোসেন পাটোয়ারী
ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মোতাহার হোসেন পাটোয়ারী বলেছেন, যুবদলের হাত ধরেই দেশ পেয়েছে অসংখ্য ত্যাগী ও আদর্শবান নেতাকর্মী। ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভিত্তি স্থাপন করেন, তখন আমি ছিলাম সংগঠনের একজন কর্মঠ সদস্য। সেই সময় থেকেই যুবদল দেশপ্রেম, আদর্শ ও নেতৃত্ব গঠনের পাঠশালা।
তিনি আরও বলেন, যুবদল শুধু একটি সংগঠন নয়—এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতীক, তাঁর গর্ব ও অহংকার। আমরা সেই উত্তরাধিকার বহন করছি মাথা উঁচু করে। গণতন্ত্র ও স্বাধীনতার পতাকা হাতে রেখে দেশকে এগিয়ে নিতে যুবদল সবসময় থাকবে সামনের সারিতে।
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলই হবে মূল ভরসা।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, জহিরুল ইসলাম, নুরে আলম চৌধুরী, মামুনুর রশিদ, তানভির আহমেদ নকিব, পৌর যুবদল নেতা কামরুল ইসলাম, ফারুক হোসেন রন, আরিফ তরফদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া রূপসা দক্ষিণ ইউনিয়নের আরিফ হোসেন, মাহফুজ, এমরান দনিদার, ফয়সাল, রূপসা উত্তর ইউনিয়নের মাসুদ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সবুজ, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের হাবিব মেম্বার, মাহিন মেম্বার, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সুমন, আনোয়ার গাজী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের শরীফ, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হেলাল পণ্ডিত, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাদ্দাম, নয়ন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের সুমন, রুবেল, গুপ্টি পশ্চিম ইউনিয়নের রোকন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ফয়েজ আহমেদ, সুবিদপুর পূর্ব ইউনিয়নের হাফেজ ও রাসেল, বালুথুবা পূর্ব ইউনিয়নের রাসেল ও এমরান হোসেন, বালুথুবা পশ্চিম ইউনিয়নের টুটুল, মাহবুব, সাইফুল, বিল্লালসহ সহস্রাধিক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে অংশ নেন।
বিআলো/এফএইচএস



